বিজ্ঞানের ছড়া - আয়না এবং চশমা

লেখক - পিনাকীশঙ্কর চৌধুরী


আয়না এবং চশমা উহাদের নাম।

কাচ কিংবা অন্য কোনো স্বচ্ছ মিডিয়াম।।

আলো নিয়ে দুইটারই কাজ কারবার।

মিল বা অমিল খুঁজে দেখব এবার।।

(১) প্রতিসরণ এবং প্রতিফলন।

এপারের আলো পড়ে আয়নায় গিয়া।

আয়না সেটা এপারেই দেয় ফিরাইয়া।।

এপারের আলো পড়ে চশমার গায়।

চশমার স্বচ্ছ কাচ পার হয়ে যায়।।

আয়নার বেলায় তাকে প্রতিফলন বলে ।

চশমাতে প্রতিসরণ নামে সেটা চলে।।

(২) পৃষ্ঠতলের পার্থক্য।

আয়নায় পৃষ্ঠ হওয়া চাই সমতল।

না হলে আয়নার কাজ হবে না সফল।।

চশমার পৃষ্ঠ যদি সমতল হয়।

তখন মোটেই সেটা চশমা নাহি রয়।।

উত্তল বা অবতল পৃষ্ঠ হলে তবে।

চশমার আসল প্রয়োজন সিদ্ধ হবে।।

(৩) আলোক রশ্মির গতিপথ।

আয়নায় আলোক রশ্মি সমান্তরাল যায়।

তবেই তো প্রতিবিম্ব তৈরি হয় তায়।।

চশমায় সমান্তরাল আলো যায় নাকো।

বিচ্ছুরিত বক্রায়িত হয় জেনে রাখো।।

চশমার ভিতর দিয়ে তখনই তো দেখি।

আলো হলে কেন্দ্রাতিগ কিংবা কেন্দ্রমুখী।।

(৪) ভার্চুয়াল এবং রিয়াল ইমেজ।

আলো প্রতিফলিত সে আয়নার উপরে।

ভার্চুয়াল ইমেজ তা দিয়ে তৈরি করে।।

আলোর রশ্মিকে চশমা এমন সাজায়।

রিয়াল ইমেজ তৈরি হয় রেটিনায়।।

সেই ইমেজের ফলে আমরা সবাই।

জগতের যত বস্তু সব দেখা পাই।।

(৫) ব্যবহারের পার্থক্য।

এক আয়না অনেকেই ব্যবহার করে।

একের চশমা কিন্তু নেয় না অপরে।।

নিজ নিজ চোখের পাওয়ার হিসাবেতে।

ভিন্ন ভিন্ন পাওয়ারের চশমা হবে নিতে।।

চশমাকে চোখের কাছে আটকে রাখা চাই।

আয়নার বেলায় কিন্তু নেই সে বালাই।।

বস্তুত চশমাটা চোখে প্রায় লেপটে থাকে।

আয়নাটাকে লোক কিন্তু কিছু দূরে রাখে।।

কালো বা রঙীন চশমা হয় ব্যবহার।

অস্তিত্ব নেইকো কোনো রঙীন চশমার।।

চশমায় বিকৃত রূপ হয়তো দেখেছ।

আয়নায় বিকৃত রূপ নৈব চ নৈব চ।।

সূচিপত্র

কল্পবিজ্ঞান

গল্পবিজ্ঞান

বিজ্ঞান নিবন্ধ

পোড়োদের পাতা


Copyright © 2011. www.scientiphilia.com emPowered by dweb