আলোর তরঙ্গ ধর্ম

লেখক - পিনাকীশঙ্কর চৌধুরী

পাশাপাশি দু’আঙুল আছ তুমি ধরে।

পড়েছে তাদের ছায়া দেওয়ালের ‘পরে।।

আঙুল দুইটি কাছাকাছি নিয়ে গেলে।

দুই ছায়া পরস্পর গিয়ে তারা মেলে।।

ছায়ারা যখন খুব কাছাকাছি হয়।

তখন ছায়াকে লক্ষ করিও নিশ্চয়।।

মনে হবে তারা যেন আগাইয়া গিয়া।

একটা অন্যের সাথে গেল মিশাইয়া।।

কেন যে এমন হয় সেটা ভেবে দেখ।

আলোর তরঙ্গ ধর্ম আছে মনে রেখ।।

জলে দুটি ঢেলা ফেলে দেখেছ নিশ্চয়।

দুই কেন্দ্রে দুটি তরঙ্গের সৃষ্টি হয়।।

যখন তাহারা গিয়া পরস্পর মেশে।

অনেক তরঙ্গভঙ্গ সৃষ্টি হয় শেষে।।

উচ্চ শীর্ষ নিম্নতল যদি মিশে যায়।

তরঙ্গটা ধ্বংস হয়ে যাবে তবে তায়।।

যেখানে তরঙ্গ খানা ধ্বংস হয়ে যাবে।

সেখানে জলটা স্থির রয়েছে দেখাবে।।

তেমনই ঘটনা ঘটে আলোর বেলায়।

আলোর সংঘাতে আলো ধ্বংস হয়ে যায়।।

আলো ধ্বংস হয়ে গেলে ছায়া সৃষ্টি হয়,

আলোর তরঙ্গ ধর্মে সেই পরিচয়।।

হেগেন ফ্রেনেল দুই বিজ্ঞানী দু’জনা।

প্রমাণ করেছে এটা ক’রে গবেষণা।।

তাদের পরীক্ষালব্ধ ফলেতে স্বীকৃত।

আলোর তরঙ্গ ধর্ম হয় প্রমাণিত।।

***

সূচিপত্র

কল্পবিজ্ঞান

গল্পবিজ্ঞান

বিজ্ঞান নিবন্ধ

পোড়োদের পাতা


Copyright © 2011. www.scientiphilia.com emPowered by dweb