ভবিষ্যতের কল

লেখক - কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়

বর্ধমানের বিজ্ঞানী শ্রী নন্দগোপাল নস্করে

কল বানালেন, ভবিষ্যতে পৌঁছে যাবেন ফস্‌ করে।

                দেখতে সে-কল আজব বড়

                কিন্তু কাজে খুব সে দড় —

যেখানে চাও পৌঁছে দেবে, জার্মানী বা মস্কো রে।

 

“কল হয়েছে, এবার তাতে চাপতে হবে সট্‌ করে,

হাজার বছর পরের ভুবন ঘুরেই আসি চট্‌ করে।”

                এই না ভেবে পরশু রাতে

নন্দগোপাল চড়েন তাতে —

টিপতে বোতাম, মহাশূন্যে যান মিলিয়ে ফট্‌ করে।

 

আজ সকালে খবর পেলাম, বিজ্ঞানী শ্রী নস্করে

ধুঁকতে ধুঁকতে ফেরেন বাড়ি, হাইওয়ে-টা ক্রশ করে।

                তারপরে তো পুলিশ, থানা ...

                সন্ধেবেলা গেল জানা —

সবকিছু তাঁর চোট করেছে ভবিষ্যতের তস্করে।

সূচিপত্র

কল্পবিজ্ঞান

গল্পবিজ্ঞান

বিজ্ঞান নিবন্ধ

পোড়োদের পাতা


Copyright © 2011. www.scientiphilia.com emPowered by dweb