সোকোত্রা

লেখক - ডঃ জয়শ্রী পট্টনায়ক

ভোরের প্রথম আলোয় গুহা থেকে বেরিয়ে হাঁটতে লাগলো দুই মানব মানবী । হাঁটছে সোজা হয়ে, দুপায়ে। মাথায় লম্বা লম্বা চুল। সম্পূর্ণ অনাবৃত সুঠাম শরীর। গায়ের চামড়া মসৃণ। এই দ্বীপের  অন্য জীব জন্তুর মত দেখতে নয়। স্বভাব ও হিংস্র নয়। পথের দুপাশে অজস্র ফল ফুলের গাছ। অন্য চারপেয়ের মত পায়ের ব্যাবহার না করে শুধু হাত দিয়ে পরম যত্নে গাছ থেকে প্রয়োজন মত ফল পেড়ে খেল তারা।  নিজেদের খাবারের ভাগ দিল তাদের থেকে অশক্ত জীবজন্তুকে। তারপর সমুদ্রে নেমে সাঁতার কাটতে শুরু করলো। বিরল প্রজাতির নানান রঙের মাছ, কাঁকড়া আর  লবসটার তাদের দুজনকে ঘিরে উত্তাল ঢেউয়ের সাথে যেন নাচতে শুরু করল। সেই নাচ দেখে সমুদ্রের ধারের বালিতে হালকা হলুদ রঙের আর টকটকে লাল রঙের ঘোস্ট ক্র্যাব বা ভুত কাঁকড়া গুলো আনন্দে ছুটোছুটি শুরু করে দিল। এভাবে দিনের আরম্ভ সোকোত্রার তটভূমিতে।