রহস্যময় পালসার

লেখক - ইন্দ্রনীল মজুমদার

আমরা এই প্রবন্ধে এক রহস্যময় মহাজাগতিক বস্তু ‘পালসার’ নিয়ে আলোচনা করব। এ কিন্তু ‘বাজাজ পালসার’ নয় বরং এক ধরনের তারা যা কি না খুবই রহস্যময় এবং বিজ্ঞানীদের বড়োই ভাবায়। বলতে গেলে, পালসার হল ক্ষুদ্র নিউট্রন তারা যারা নিয়মিত সময় অন্তর ক্ষণস্থায়ী বেতার-তরঙ্গ পাঠিয়ে চলেছে। তাই, এদের বিকিরণ সাধারণ দূরবীনে নয় বরং বেতার দূরবীনে ধরা পড়ে। এদের সম্পর্কে মনে করা হয় যে, এরা এক ধরনের নিউট্রন তারা যারা ঘূর্ণনকাল বেতার-তরঙ্গ ছড়ায়।

আচ্ছা, কেমন আলোক-রশ্মি বিকিরণ করে থাকে পালসার? বলা যায় যে, পঞ্চাশটি সূর্য একসাথে মিলে যে আলোক-রশ্মির বিকিরণ ঘটাবে তা একটা পালসারের আলোক-রশ্মির বিকিরণের সমান। এর সাথে সবচেয়ে মজাদার ঘটনা এই যে, নির্ভুলভাবে  সময় মাপার বিশেষভাবে তৈরি ঘড়ি ক্রোনোমিটারকেও  হার মানিয়ে প্রতি সেকেন্ডে তিরিশ বার করে ঝলকে ঝলকে আলোর বিকিরণ ঘটাচ্ছে এমন পালসারও পাওয়া গেছে। এদের আয়তন কিন্তু বড়োই ক্ষুদ্র। উদাহরণস্বরূপ বলা যায় যে, একটি পালসারে মাত্র 5120 কিলোমিটার যা আমাদের পৃথিবীর থেকেও কম (পৃথিবীর ব্যাস 12,742 কিলোমিটার। এই ক্ষুদ্র আয়তনের জ্যোতিষ্ককে  যদি কারুর গ্রহ মনে হয়, তবে সেটা নিতান্তই ভুল হবে কেননা কোনো গ্রহেরই  ক্ষমতা নেই অমন নিয়মিত হারে শক্তিশালী বেতার-তরঙ্গ তৈরি করে পাঠাবার।