বোতল ফুলে যায় কেন?

লেখক - পিনাকীশঙ্কর চৌধুরী



প্লাস্টিকের বোতলেতে কিছু জল ভরে।

ছিপি এঁটে রাখ সেটা ফ্রিজের ভিতরে।।

ঘন্টা দুই পরে সেটা বাহিরে আনিয়া।

তালুবন্দি করে রাখ বাম হাত দিয়া।।

ডান হাতে চেষ্টা কর ছিপি খুলিবার।

দেখ কিবা অভিজ্ঞতা হয় এইবার।।

প্রথমত ছিপিখানা এঁটে বসে যাবে।

ছিপিটা খুলতে তাই বেশ কষ্ট পাবে।।

কষ্টে শেষে ছিপিখানা খুলে যাবে যেই।

বোতলটা ফুলে যাবে ডান হাতেতেই।।

তার সাথে আরো তুমি বুঝতে পারবে।

সশব্দে বাতাস কিছু বোতলে ঢুকবে।।

কেন যে এমন হল চিন্তা কর মনে।

নিশ্চয় কারণ কিছু রয়েছে পিছনে।।

 

বোতলেতে যা রেখেছ নিশ্চয় জানিও।

কিছুটা তরল আর কিছু বায়বীয়।।

ফ্রিজেতে রাখার ফলে ঠাণ্ডা হয়ে গেছে।

তার মানে তাপমাত্রা তাদের কমেছে।।

একথাটা সকলেই জান তো নিশ্চয়।

ঠাণ্ডা হলে উহাদের সঙ্কোচন হয়।।

অথবা বলতে পার ঘন হয়ে গেছে।

তার ফলে উহাদের চাপটা কমেছে।।

যদিও দুয়ের জন্যে একটাই নিয়ম।

বাতাসের ক্ষেত্রে বেশি তরলেতে কম।।

বাইরের বাতাসেতে চাপ বেশি থাকে।

বাতাসটা চাপ দেয় সে বোতলটাকে।।

বাম হাতে বোতলটা ধরেছ যখন।

মনে হবে হয়ে গেছে তার সঙ্কোচন।।

তারপর যেই ছিপি খুলে দিলে তার।

বোতলে বাতাস কিছু ঢুকবে এবার।।

বাইরে ভিতরে চাপ এক হবে তাতে।

তার ফলে বোতলটা ফুলে যাবে হাতে।।

একই কারণেতে ছিপি খোলার সময়।

বাতাসের চাপ পায় তাই কষ্ট হয়।।

জল বিনা ছিপি এঁটে রাখলে বোতল।

সেটাতেও পাবে তুমি সেই একই ফল।। 

সূচিপত্র

কল্পবিজ্ঞান

গল্পবিজ্ঞান

বিজ্ঞান নিবন্ধ

পোড়োদের পাতা


Copyright © 2011. www.scientiphilia.com emPowered by dweb