
রোবট শুনলেই আমরা যান্ত্রিক কিছু ভাবি। কিন্তু রোবটের অর্থ অন্য ভাবে ধরা যেতে পারে। রোবট হল এমন কিছু যা মানুষের হয়ে নিজের মত করে কাজ করে। ২০২০ সালের প্রথমদিকে আমেরিকার ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তৈরি করেন জীবন্ত রোবট। আফ্রিকার এক ধরনের ব্যাং (জেনোপাস লেভিস) - এর বিশেষ কোষের (stem cells) জিন অপরিবর্তিত রেখে এক মিলিমিটারের কম মাপের (প্রায় ০.০৩৯ ইঞ্চি) মাইক্রো রোবট তৈরি করা হয়। জেনোপাস লেভিস থেকে এই রোবটের উৎপত্তি, তাই এর নাম জেনোবট। বিজ্ঞানীদের কথায় জেনোবট পৃথিবীর প্রথম জ্যান্ত রোবট, তাই একে অরগ্যানিক রোবট ও বলা যেতে পারে। এরা বিনা খাদ্যে অনেক দিন বাঁচতে পারে। জখম হলে নিজের ক্ষত নিজে সারাতে পারে। এমনকি মানুষের শরীরের মধ্যে ঢুকে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে। সম্প্রতি অ্যামেরিকার বৈজ্ঞানিকরা জানিয়েছেন যে এই জীবন্ত রোবট গুলি সন্তানের জন্ম দিতে পারে। এদের প্রজনন ক্ষমতা একেবারে ভিন্ন, প্রাণীর বা উদ্ভিদের সঙ্গে কোন মিল নেই। এরা তাদের শরীর থেকে আলগা হয়ে যাওয়া কোষগুলি একত্রিত করে নতুন জেনোবট-এর জন্ম দিতে পারে।
এখন প্রশ্ন হল এদের কাজ কী?
বৈজ্ঞানিকরা বলছেন আগামী দিনের আধুনিক চিকিৎসা এবং পরিবেশ রক্ষায় এদের বিপুল কর্ম ক্ষমতা থাকবে। সেল বায়োলজি বা বায়ো-ইঞ্জিয়ারিং গবেষণায়, যে কোন রোগের উৎস সন্ধান ও নিরাময়ে কাজে সাহায্য করবে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, মানুষের শরীরের ভেতর ঢুকে ঔষধ সরবরাহ ও ধমনী পরিস্কার করে রক্ত সঞ্চালন সহজ করার মত কাজ করতে পারবে। পরিবেশ রক্ষায়, নদী বা সমুদ্র থেকে তেজস্ক্রিয় বা মাইক্রোপ্লাস্টিক বজ্য নিমেষেই পরিস্কার করে ফেলবে।