আমাদের দেশের প্রথম সম্পূর্ণ বিজ্ঞানের বাংলা ই-পত্রিকা
আমাদের লক্ষ্য – বিজ্ঞানকে সব মানুষের কাছে জনপ্রিয় করা
কল্পবিজ্ঞান , গল্প বিজ্ঞান, বিজ্ঞান নিবন্ধ, বিজ্ঞানের ছড়া এবং বিজ্ঞানের কার্টুন/ ছবি এমনই সমস্ত ধরণের জনপ্রিয় বিজ্ঞানের লেখায় ভরা এই ই – জিন
আত্মপ্রকাশ - ১লা অক্টোবর,২০১১
আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন - ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তখনকার ডিরেক্টর বিশিষ্ট বিজ্ঞানী পদ্মশ্রী অধ্যাপক বিমল রায়।
কারিগরি সহায়তা – DWEB CONSULTANTS PVT LTD
গ্রাহক হওয়ার জন্য Registration : যেসব পাঠক Registration করবেন তাঁরা প্রতি মাসে পত্রিকা বেরোনোর সংবাদ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এছাড়া সায়েন্টিফিলিয়ার অন্যান্য কাজকর্মের বিষয়েও তাঁরা জানতে ও অংশগ্রহণ করতে পারবেন। এই Registration হবে FREE। বিশেষ সংখ্যার ইবুক ও গ্রাহকরা পাবেন FREE তে।
মতামত জানান এই ই-পত্রিকার প্রতিটি লেখা ও অন্যান্য বিষয়ে এই ই- পত্রিকাকে কে উন্নত করতে।
আরেকটি আবেদন - এই পত্রিকার কথা জানিয়ে দিন আপনার পরিচিতদের কাছে Facebook, Twitter, email-র মাধ্যমে। কিংবা মুখেমুখে।
এই পত্রিকার একটি ফেসবুক গ্রুপ আছে। সকলকে এর সদস্য হওয়ার জন্য আমরা আবেদন করছি।
আমাদের ইউ টিউব চ্যানেলও আছে। নাম ‘সায়েন্টিফিলিয়া’ চ্যানেল। আমরা সকলকে এটি দেখতে অনুরোধ করছি।
আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে নতুনভাবে Popular Science, Discovery, National Geographic এর আঙ্গিকে আরম্ভ হতে চলেছে আমাদের এই ই পত্রিকা।
বিজ্ঞানকে জনপ্রিয় করবার জন্য এই পত্রিকার সঙ্গে যুক্ত হতে চাইলে আমাদের দরজা খোলা।