সূচিতে ফিরুন

হায়রে বিজ্ঞান

লেখক - পিনাকীশঙ্কর চৌধুরী
img

আকাশে যখন হয় চন্দ্রের গ্রহণ।
ধর্ম মতে সেটা এক অতি অলক্ষণ।।
রাহু এসে চন্দ্রটাকে করে নেয় গ্রাস।
তাইতেই হয় এই মহা সর্বনাশ।।
পুরাণেতে লেখা আছে এই সব কথা।
মানতেই হবে তাই এটার সত্যতা।।
সেই অমঙ্গলটাকে কাটাবার তরে।
লোকেরা তারক ব্রহ্ম নাম জপ করে।।
খাওয়া দাওয়া রান্না বান্না বন্ধ করে রাখে।
সব কাজ ছেড়ে ঘরে বন্ধ হয়ে থাকে।।
রাহুগ্রাস কেটে গেলে বাসন কোসন।
সব কিছু ধুয়ে নেয় করতে শোধন।।
এইটাই ছিল সব লোকের বিশ্বাস।
না মানলে হবে পাপ, মহা সর্বনাশ।।

অশোক স্কুলের ছাত্র মাষ্টারের কাছে।
গ্রহণের অন্য এক তত্ত্ব শিখিয়াছে।।
চন্দ্রপৃষ্ঠে পৃথিবীর ছায়ার পতন।
তাই দিয়ে হয় নাকি চন্দ্রের গ্রহণ।।
সগর্বে বাড়িতে এসে করে সে ঘোষণা।
ধর্মের কল্পনা কথা আমি মানিব না।।
পৃথিবীর ছায়া পড়ে চন্দ্রের উপরে।
চন্দ্রের গ্রহণ হয় জেনো তারই তরে।।
তাই তো ধর্মের কথা এবং আচার।
এসব মানার কোনো নাই দরকার।।

শুনে বড় জ্যেঠা বলে - "চুপ কর খোকা।
বানাতে কি চাস্‌ তুই আমাদের বোকা?
পৃথিবীর ছায়ার বুঝি অন্য কাজ নাই।
চাঁদের পিঠেতে গিয়ে পড়তে গেছে তাই?
আমরা তো সকলেই পৃথিবীতে আছি।
ছায়া কেন পড়ল না হেথা কাছাকাছি?
দু’পাতা ইংরেজি পড়ে বেজায় পণ্ডিত।
ভুলেছিস্‌ পিতৃধর্ম জ্ঞান হিতাহিত।।
কখনও যেন না শুনি এই সব কথা।
চলবে না এ বাড়িতে এসব ম্লেচ্ছতা"।।

দেখে জ্যেঠামশায়ের রণোন্মত্ত রূপ।
বেচারা অশোক ভয়ে হয়ে গেল চুপ।।
আমার মহান দেশ, হায়রে কপাল।
বিজ্ঞানের প্রগতির এই শেষ হাল।।

(এই ছড়ার চিত্র সূত্র অন্তরজাল)

***